কাঁকসায় ভোটারদের ফোন নাম্বার দিয়ে নির্ভয়ে ভোটদানের আশ্বাস কেন্দ্রীয় বাহিনীর
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ২মার্চঃ
এলাকায় কেউ গন্ডগোল করলে বা ভয় দেখালে আমাদের ফোন করে জানাবেন। ফোন নম্বর দিয়ে সাধারণ মানুষকে নির্ভয়ে ভোট দেবার কথা বললেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ও পুলিশের আধিকারিকরা।
কাঁকসার শিবপুরে এলাকার পরিস্থিতি কেমন আছে তার খোঁজ-খবর নিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং পুলিশের আধিকারিকরা। মঙ্গলবার কাঁকসার শিবপুর সহ আশেপাশের এলাকায় কেন্দ্র বাহিনী রুটমার্চ করে। পাশাপাশি এলাকার মানুষের সাথে কথাও বলেন জওয়ানরা।
এলাকার মানুষের ভোট দিতে যাওয়ার জন্য কোন সমস্যা আছে কিনা এবং এলাকায় কেউ ভোটারদের প্রভাবিত করছে কিনা এইসব বিষয়গুলি খতিয়ে দেখেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এছাড়াও এলাকায় কোনো রকম অশান্তির বাতাবরণ সৃষ্টি হলে বা কেউ ভয় দেখলে সাধারণ মানুষ যাতে সহজেই কেন্দ্রীয় বাহিনীর সাথে ও নির্বাচন কমিশনের আধিকারিকদের সাথে যোগাযোগ করতে পারে তার জন্য বেশ কয়েকটি এলাকার মানুষের হাতে গুরুত্বপূর্ণ ফোন নম্বর তুলে দেওয়া হয়।