চ্যাম্পিয়ন হলো দেওঘর প্যান্থার ক্লাব
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১০জানুয়ারীঃ
উখড়া গেমস অ্যান্ড কালচার এসোসিয়েশন আয়োজিত নকআউট ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো দেওঘরের পান্থার ক্লাব। স্কুল মাঠে আয়োজিত রবিবারের ফাইনাল খেলায় উখড়া ক্রিকেট লাভার্স দলকে ২৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। প্রথমে ব্যাট করতে নেমে দেওঘর পান্থার ক্লাব সবকটি উইকেট হারিয়ে করে ২০২ রান । জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৮ রান করে উখরা ক্রিকেট লাভার্স দল। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন রানার্স দলের রাহুল ঘোষ। ফাইনাল খেলাটি ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার পান জয়ী দলের সংগ্রাম। উল্লেখ্য চলতি মাসের তিন তারিখ নকআউট টুর্নামেন্ট টি শুরু হয়েছিল উখরা স্কুল মাঠে। এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছিল মোট আটটি দল।