দুর্গাপুরে এলেন মুখ্যমন্ত্রী

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩১ আগস্টঃ
১লা সেপ্টেম্বর পানাগড় শিল্পতালুকে একটি বেসরকারী কারখানার শিলান্যাস সহ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশকর্মীদের নিয়ে পুলিশ ডে পালন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, এমনটা দলীয় সুত্রে খবর। সেই উপলক্ষ্যে আজ মঙ্গলবার দুর্গাপুরে এসে পৌঁছোলেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুরে সার্কিট হাউসে রাত্রিবাস করবেন তিনি।
এদিন হেলিকপ্টারে করে আকাশপথে দুর্গাপুরের ভগৎ সিং ক্রীড়াঙ্গনে এসে নামার কথা ছিল মমতা বন্দোপাধ্যায়ের। সেই মতো কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছিল ক্রীড়াঙ্গণ থেকে সার্কিট হাউস পর্যন্ত্য। কিন্তু খারাপ আবহাওয়ার দরুন শেষ পর্যায়ে আকাশপথে যাত্রা পরিবর্তন করে সড়কপথে দুর্গাপুরে এসে পৌঁছোন তৃণমূল সুপ্রিমো। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দোপাধ্যায়, দুর্গাপুরের কয়েকজন কাউন্সিলর সহ বাঁকুড়া ও বড়জোড়ার দুই বিধায়ক