ভোট প্রচারের দ্বিতীয়পর্ব, দক্ষিণবঙ্গ সফরে দুর্গাপুরে এলেন মুখ্যমন্ত্রী
আমার কথা, দুর্গাপুর, ৬ এপ্রিল:
মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের প্রচার পর্ব শুরু করেছেন উত্তরবঙ্গ থেকে। রবিবার থেকে দ্বিতীয় পর্বে তৃণমূলের দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার শুরু করবেন দক্ষিণবঙ্গে। রবিবার ৭ তারিখ পুরুলিয়া ও ৮ তারিখ মমতা ব্যানার্জির প্রচার সভা রয়েছে বাঁকুড়াতে। প্রচারে যোগ দিতে শনিবার বিকেল বেলায় মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছান দুর্গাপুর। এদিন সাড়ে চারটে নাগাদ বিশেষ বিমানে তিনি অবতরণ করেন অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে । তারপর সড়কপথে পৌঁছান দুর্গাপুর। এদিন বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানান দলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। অন্যান্য বার মুখ্যমন্ত্রী দুর্গাপুর এলে সরকারি সার্কিট হাউসে ওঠেন। নির্বাচনী আচরণবিধি থাকায় এবার তিনি সরকারি সার্কিট হাউসের বদলে উঠেছেন দুর্গাপুরের সিটি সেন্টারে একটি বেসরকারী হোটেলে। সেখানেই তিনি এদিন রাত্রিবাস করবেন। রবিবার দুর্গাপুর থেকে পাড়ি দেবেন পুরুলিয়ার উদ্দেশ্যে।