অন্ডালকে আন্তর্জাতিক বিমানবন্দর করার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১জুনঃ
অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বাঁকুড়ায় জনসভা শেষ করে সাড়ে এগারোটা নাগাদ বিশেষ হেলিকপ্টারে করে অন্ডাল বিমানবন্দরে পৌঁছোন মুখ্যমন্ত্রী। বেলা ১২টা ২২ নাগাদ মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার উড়ে যায় কলকাতার উদ্দেশ্যে। সেখানে প্রয়াত সঙ্গীতশিল্পী কে.কে-কে শেষ শ্রদ্ধা জানাবেন তিনি। সেই জন্য এদিন বাঁকুড়ায় তার পূর্ব নির্ধারিত কর্মসূচি কাটছাঁট করে তিনি কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেন। বিমানবন্দরের বাইরে কিছুক্ষণের জন্য তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি জানান কাজী নজরুল ইসলাম বিমানবন্দরটি আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করার বিষয়ে আলোচনা চলছে। কাজ সম্পন্ন হলে এলাকার অর্থনীতি-র বিকাশ ঘটবে বলেও মন্তব্য করেন তিনি। নতুন সরকারের আমলে বিমানবন্দরটিতে নতুন করে কোনো লগ্নি হয়নি বলে বিরোধীদের অভিযোগ। এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন বিরোধীদের কথায় গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। ওদের কোন কাজ নেই, দিনরাত ওদের মশায় কামড়ায়। তাই সরকারের বিরুদ্ধে উল্টোপাল্টা বকে।