কুলটির জনসভায় যাওয়ার পথে দুর্গাপুরে চোট পেলেন মুখ্যমন্ত্রী
আমার কথা, দুর্গাপুর, ২৭ এপ্রিলঃ
ফের চোট পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। হেলিকপ্টারে ওঠার সময় বিপত্তি। ২টো থেকে কুলটিতে তৃণমুল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থণে রয়েছে জনসভা। সেই জনসভায় যোগ দিতে দুর্গাপুরে হেলিকপ্টারে ওঠার সময় পড়েন যান দলনেত্রী।
১৩ই মে দেশের বিভিন্ন রাজ্যের সাথে সাথে এই রাজ্যে রয়েছে চতুর্থ দফার ভোট। পশ্চিম ও পুর্ব বর্ধমান জেলার তিনটি কেন্দ্রে এদিন ভোট হবে। ইতিমধ্যেই পশ্চিম বর্ধমানের ভাতার ও বুদবুদে প্রার্থীদের সমর্থনে জনসভা সেড়েছেন মমতা বন্দোপাধ্যায়। শনিবার আসানসোল কেন্দ্রের অন্তর্গত কুলটর নিয়ামতপুরে ও আসানসোলের উষাগ্রামে রয়েছে দুটি জনসভা। সেই জনসভাইয় যোগ দিতে দুপুরে দুর্গাপুরের গান্ধীমোড় সংলগ্ন ময়দানে রাখা হেলকপ্টারে উঠতে যান তৃনমূল সুপ্রিমো। কপ্টারে ভিতর ধুকতে গিয়ে হোঁচট খেয়ে পরে যান তিনি। সাথে ছিলেন ইন্দ্রনীল সেন। তাঁকে সাথে সাথে ধরে নেন ইন্দ্রনীল। কিছু সময়ের মধ্যেই ধাতস্থ হয়ে হেলিকপ্টারে করে কুলটির উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যাইয়। তবে নেহাতই হোঁচট খেয়ে তিনি পরে গিয়েছিলেন নাকি কোনো অসুস্থতার কারনে তিনি পড়ে যান তা জানা যায়নি।