রাত পেরোলেই বুদবুদে মুখ্যমন্ত্রীর সভা, চলছে জোর প্রস্তুতি
- আমার কথা, পূর্ব বর্ধমান(বুদবুদ), ১৬এপ্রিলঃ
রাত পেরোলেই শনিবার বুদবুদের তিলডাং গ্রামে নির্বাচনী প্রচারে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুদবুদের তিলডাং এলাকায় তৈরি করা হয়েছে সভা মঞ্চ। মঞ্চের কাছেই তৈরি করা হয়েছে হেলিপ্যাড। শুক্রবার সকাল থেকেই সেই হেলিপ্যাডে ট্রায়াল দিলো হেলিকপ্টার।
সকাল থেকেই হেলিকপ্টারে ট্রায়াল দেখতে উৎসুক মানুষেরা ভিড় জমান।
জনসভাকে কেন্দ্র করে গোটা বুদবুদ অঞ্চল সাজিয়ে তুলেছেন তৃণমূল কর্মীরা। জানা গেছে শনিবার দুপুর ১টা নাগাদ গলসী বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী নেপাল ঘড়ুই এর সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন দুই একাধিক তৃণমূল কর্মী সমর্থকরা ও গলসি বিধানসভার তৃণমূল প্রার্থী নেপাল ঘোড়ুই।