অমানবিক বাবার অত্যাচারের শিকার সন্তান, গরম তাওয়ার ছ্যাঁকা গালে
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ১৬জানুয়ারীঃ
এক অমানবিক বাবা মায়ের অমানবিকরার সাক্ষী হয়ে রইল পান্ডবেশ্বরের খোট্টাডিহির বাসিন্দারা। নিজের সন্তানের সাথে কোনো বাবা মা এরকম আচরন করতে পারেন কিনা তা নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন সকলে। কি অপরাধ অই দুই ভাই বোনের? স্থানীয় সুত্রে জানা গিয়েছে পড়া না করায় গালে গরম তাওয়ার ছ্যাঁকা লাগিয়ে দেয় বাবা, আর তার জেরে গাল পুড়ে যায় ওই এক রত্তি শিশু দুটির।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পান্ডবেশ্বরের খোট্টাডিহি কোলিয়ারীর ইসিএলের বাসিন্দা অশোক তিওয়ারীর দুই সন্তান এক ছেলে মানস(১০) ও এক মেয়ে ঈশিতা(১১)। দুজনের মধ্যে একজন দ্বিতীয় শ্রেণীতে ও অপরজন তৃতীয় শ্রেণীতে পড়ে। ওই দুই ভাই বোনের উপর প্রায় সময়ই অত্যাচার চালায় তাদের বাবা মা। চলে মারধর, যা শনিবার চরমে ওঠে। সকালে নিয়ম মাফিক পড়াতে বসান বাবা। কিন্তু সময় মতো পরা করে উঠতে না পারায় বাবা ঈশিতার গালে গরম তাওয়ার ছ্যাঁকা লাগিয়ে দেয় বলে অভিযোগ। অভিযোগ এও য হাতে ফুটিয়ে দেওয়া হয় পেনের নিব। সাথে ছেলে মানসের কান মুচড়ে দেওয়ায় তা প্রচন্ড রকমের ফুলে ওঠে। বিষয়টি প্রতিবেশীদের নজরে এলে তাঁরা রুখে দাঁড়ান। প্রতিরোধের মুখে পড়ে সন্তানদের উপর অত্যাচারের বিষয়টি স্বীকার করে নেন অশোক। তবে শুধু স্বীকারোক্তিতেই ছাড় পাননি তিনি। অবস্থা বেগতিক বুঝে সন্তানদের উপর আর এরকম অত্যাচার না করার প্রতিশ্রুতি দিয়ে সকলের সামনে কান ধরে উঠ বস করাল প্রতিবেশীরা ।