কাঁকসায় ৪২ লক্ষ টাকা ব্যায়ে তৈরী হতে চলেছে কমিউনিটি হল
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১৪ফেব্রুয়ারীঃ
কাঁকসার বাসুদেবপুর গ্রামে ৪২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হতে চলেছে কমিউনিটি হল। রবিবার কাঁকসার বাসুদেবপুর গ্রামে কমিউনিটি হল তৈরীর কাজের সূচনা করলেন গলসির বিধায়ক অলোক কুমার মাঝি। এছাড়াও ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি তথা কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বক্সি সহ এলাকার বিশিষ্ট জনেরা।
দেবদাস বক্সি জানিয়েছেন এলাকাবাসী দীর্ঘদিনের চাহিদা ছিল ওই এলাকায় একটি কমিউনিটি হলের। এলাকাবাসীর দাবি মেনে আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির(ADDA ) আর্থিক সহযোগিতায় কমিউনিটি হলটি জনসাধারণের সুবিধার জন্য নির্মাণ করা হবে। তারই সূচনা করা হয় এদিন ফিতে কেটে নারকেল ফাটিয়ে। জানা গেছে আনুমানিক 4২ লক্ষ টাকা খরচ হবে কমিউনিটি হল নির্মাণ করতে।