টানা ১৮ঘন্টা বাড়িতেই পড়ে রইল মৃতদেহ, করোনা সন্দেহে এগিয়ে এলেন না প্রতিবেশীরা
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১৪মেঃ
করোনা সন্দেহে ১৮ ঘন্টা বাড়ির মধ্যে পড়ে রইল মৃতদেহ। সাহায্যে এগিয়ে এলেন না কোন প্রতিবেশী। পরে প্রশাসনের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি অন্ডালের উখরা পঞ্চায়েতর সফিকনগর এলাকার। মৃতের নাম লক্ষ্মীন্দর সিং ( ৪৮ )।
স্থানীয় সূত্রে জানা যায় সফিক নগরের বাসিন্দা লক্ষ্মীন্দর সিং দু- তিন দিন ধরে অসুস্থ হয়ে বাড়িতেই ছিলেন। বৃস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়। লক্ষ্মীন্দর বাবুর দুই সন্তান ছাড়াও বাড়িতে রয়েছেন তাঁর মানসিক ভারসাম্যহীন স্ত্রী। মৃত্যুর খবর জানা সত্ত্বেও তাঁর মৃতদেহ উদ্ধারের এগিয়ে আসেনি কোন প্রতিবেশী। টানা ১৮ঘন্টা মৃতদেহটি পরে থাকে বাড়িতে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান ওই ব্যক্তি কিভাবে মারা গেছেন সেই বিষয়টি পরিষ্কার নয়। করোনার কারনে মৃত্যু হয়ে থাকতে পারে এই সন্দেহে কেউ এগিয়ে আসার সাহস পায়নি।
তবে বিষয়টি জানার পর তৎপর হয় প্রশাসন। শুক্রবার সকাল ৮টা নাগাদ প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করা হয় মৃতদেহটি।