অনুব্রতর দেহরক্ষীর গ্রেফতারি নিয়ে সিবিআইকে ভর্ৎসনা আদালতের
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ১১জুনঃ
অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতারি নিয়ে সিবিআইকে ভর্ৎসনা করল আদালত। শুক্রবার সায়গলকে আসানসোলের বিশেষ আদালতে পেশ করে সিবিআই। সওয়াল জবাবের মাঝেই সিবিআইয়ের কাছে আদালত জানতে চায় কোন অভিযোগে অনুব্রত মন্ডলের দেহরক্ষীকে গ্রেফতার করা হয়েছে, আর গ্রেফতারির আগে সেটা তাঁকে কেন জানানো হয়নি? আদালত জানিয়েছে সায়গলকে এ বিষয়ে অন্ধকারে রেখে তাঁর মৌলিক অধিকার খর্ব করা হয়েছে৷ যদিও শেষ পর্যন্ত্য সায়গলকে আটদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত।
প্রসঙ্গতঃ বৃহস্পতিবার গরু পাচার মামলায় প্রায় পাঁচ ঘন্টা জেরা করা হয় অনুব্রতর দেহরক্ষীকে আর তারপরেই সায়গলকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এরপর গতকাল অর্থাৎ শুক্রবার আসানসোলের বিশেষ আদালতে ওঠে মামলাটি। সেখানেই বিচারক সিবিআইয়ের আইনজীবিকে প্রশ্ন করেন সায়গল হোসেনের মেমোতে তাঁর গ্রেফতারির সব ধারা কেন উল্লেখ করা নেই?
এ বিষয়ে সায়গলের আইনজীবি অনির্বাণ গুহঠাকুরতা বলেন, গ্রেফতারি মেমোতে গ্রেফতারি উল্লেখ না করেই ভারতীয় দন্ডবিধির ৪১/এ ও ১৩/১ ধারায় অভিযোগ আনা হয়েছে। সেক্ষেত্রে সিবিআইয়ের ভুল এর কথা উল্লেখ করে সায়গলের জামিনের আবেদনও করেন আইনজীবি। এরপরেই সিবিআইকে ভর্ৎসনা করে আদালতে।