৮ দিন পর নদী থেকেই উদ্ধার নিখোঁজ তবলা বাদকের মৃতদেহ
আমার কথা, অন্ডাল, ২৬ অক্টোবর:
আট দিন পর অবশেষে নদী থেকে উদ্ধার হল নিখোঁজ তবলা শিল্পী দেবাশীষ দত্তের মৃতদেহ। শনিবার সন্ধ্যেবেলায় দেহটি উদ্ধার হয়। থানাতে পরিবারের সদস্যরা দেহটি শনাক্ত করেন।
১৮ই অক্টোবর শুক্রবার রাতে দুর্গাপুরে একটি সংগীত অনুষ্ঠান শেষে স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলেন অন্ডালের রামপ্রসাদপুর এলাকার বাসিন্দা তবলা শিল্পী দেবাশীষ দত্ত (৫৭)। কিন্তু ওই দিন তিনি বাড়ি না ফিরে আসায় পরদিন সকালে তার খোঁজ শুরু হয়। গোপালমাঠ থেকে শ্রীরামপুর আসার রাস্তায় সিঙ্গারণ নদীর ব্রিজের কাছে দেবাশীষ বাবুর পরিত্যক্ত স্কুটি উদ্ধার হয়। স্থানীয় মানুষের ধারণা হয় কোন কারণে নদীর জলে তলিয়ে গেছেন তিনি। খবর পেয়ে নদীতে তল্লাশি শুরু করে প্রশাসন। আনা হয় প্রশিক্ষিত ডুবুরির দল। ড্রোন উড়িয়ে নদী সংলগ্ন আশপাশ এলাকাতেও চলে খোঁজ। কিন্তু কোন সাফল্য মেলেনি তাতে। এরপর আলাদাভাবে নৌকাতে করে নিখোঁজ দেবাশীষ বাবুর খোঁজ শুরু করে স্থানীয়রা। অবশেষে শনিবার সন্ধ্যাবেলায় মিলল সফলতা। ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে রাই মানা এলাকায় নদী থেকে উদ্ধার হয় নিখোঁজ দেবাশীষ বাবুর দেহ। উদ্ধারের পর দেহটি নিয়ে আসায় অন্ডাল থানাতে। সেখানে পরিবারের সদস্যরা দেবাশীষ বাবুর দেহটি শনাক্ত করে।