চিকিৎসকের অভাবে খনিকর্মীর মৃত্যু, উত্তেজনা পান্ডবেশ্বরে
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ৫ফেব্রুয়ারীঃ
সময়ে চিকিৎসা না পাওয়ায় এক শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল হাসপাতালে। শুক্রবার ঘটনাটি ঘটে ইসিএলের বাঁকোলা এরিয়া হাসপাতালে। মৃত শ্রমিকের নাম সুরেশ দুসাদ (৫০) ।
স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকোলা মশান ধাওড়া খনি আবাসনের বাসিন্দা সুরেশবাবু কাজ করার সময় কোলিয়ারি চত্বরেই হঠাৎ অসুস্থ বোধ করেন। সহকর্মীরা তাড়াতাড়ি তাঁকে বাঁকোলা এরিয়া হাসপাতালে নিয়ে আসেন। অভিযোগ দুজন নার্স ও দুজন সাফাই কর্মী থাকলেও সেই সময় হাসপাতালের কোন চিকিৎসক ছিলেন না। প্রায় এক ঘণ্টা অপেক্ষা করার পর একজন চিকিৎসক আসেন। ততক্ষণে সুরেশ বাবুর মৃত্যু হয়। সময় মতো চিকিৎসা না পাওয়ার কারণে সুরেশবাবুর মৃত্যু হয় বলে অভিযোগ করেন তার আত্মীয় ও সহকর্মীরা। হাসপাতালে খবর দেখান তারা।
মৃতের মেয়ের জামাই সুরেশ পাসওয়ান বলেন শ্বশুরমশাইকে নিয়ে এক ঘন্টা অপেক্ষার পর একজন চিকিৎসক আসেন। সময় মতো চিকিৎসা পেলে হয়তো শ্বশুরমশাই সুস্থ হয়ে উঠতেন।
শ্রমিক নেতা সুজিত চক্রবর্তী বলেন চিকিৎসকদের গাফিলতিতেই সুরেশবাবু মারা যান। হাসপাতালে সর্বদা চিকিৎসক থাকে না বলেও অভিযোগ করেন তিনি। হাসপাতালের মেডিকেল অফিসার(MO) পীযূষ পোড়েল বলেন বর্তমানে হাসপাতালে রয়েছেন দুইজন ও একজন অস্থায়ী চিকিৎসক। এদের মধ্যে একজন কোনো কারণে অনুপস্থিত থাকলে সমস্যা হয়।
আজ সকালে যে চিকিৎসকের দায়িত্ব ছিল তিনি কেন সে সময় হাসপাতালে ছিলেন না বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পীযূষবাবু।