জিতেন্দ্রকে পাশে নিয়ে প্রধানমন্ত্রীর কয়লা মাফিয়া রাজ বন্ধ করার দাবি হাস্যকরঃ অভিষেক
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ২১এপ্রিলঃ
প্রধানমন্ত্রী দিন দুয়েক আগে আসানসোলে প্রচারে এসে প্রতিশ্রুতি দিয়ে যান যে, আসানসোল শিল্পাঞ্চলে কয়লার মাফিয়া রাজ শেষ করবে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারিকে দিয়ে, নারদা কান্ডের সত্য উদঘাটন করবেন শুভেন্দু অধিকারীকে দিয়ে, সিন্ডিকেট রাজের অবসান ঘটাবেন সব্যসাচী দত্তকে দিয়ে আর মুকুল রায়কে দিয়ে চিটফান্ড কেলেঙ্কারী বন্ধ করবেন। এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে” এভাবেই প্রধানমন্ত্রী সহ পান্ডবেশ্বরের এক কালের তৃণমূলের বিধায়ক তথা বর্তমান বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারীকে কটাক্ষ করলেন অভিষেক বন্দোপাধ্যায়।
বুধবার পান্ডবেশ্বর কেন্দ্রের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে প্রচার সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক আরো বলেন যে, আজ যারা তৃণমূল ছেড়ে রঙ পাল্টে বিজেপি হয়েছেন তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতেই বিজেপিতে যোগ দিয়েছেন। এরা নিজেদের ছাড়া কিছু বোঝে না। এরা কেন বিজেপিতে গেছে? এরা ভাল করেই জানতো এদের তৃণমূল টিকিট দেবে না। কেন দেবে টিকিট? যারা মানুষের সাথে বেইমানী করে, যারা মানুষের কাজ করে না, তৃণমূল তাদের টিকিট দেয় না। আর এরা টিকিট পাবে না জেনেই বিজেপিতে গেছে। আগামীদিনে আসানসোল পুরসভা কিংবা পান্ডবেশ্বর বিঢানসভার দায়িত্ব স্বচ্ছ ভাবমূর্তির নেতা নেতৃদের উপর দেওয়া হবে যারা তৃণমূল সরকারের উন্নয়নের পরিষেবা আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেবেন।
এদিন অভিষেক উপস্থিত সকলের উদ্দ্যেশে বলেন, দলবদলু যারা বিজেপিতে গেছে তারা বিভিন্ন জায়গায় টাকা ছড়াচ্ছে। আমি আপনাদের বলব যদি তারা টাকা দিয়ে আপনাদের কিনতে আসে সেই টাকা নিয়ে নেবেন কারন এই টাকা আপনাদের। আপনাদের কষ্টের টাকা মেরে এরা বিজেপির পকেট ভরতে গেছে। এরা আপনারাদের সাথে প্রতারনা করেছে এবার আপনারা এদের সাথে প্রতারনা করবেন। পদ্মফুল থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন।