সৃষ্টিশ্রী মেলায় ‘খাদান’ স্টলটিকে সৃজনশীলতার জন্য পুরষ্কৃত করলেন জেলাশাসক
ামার কথা, পান্ডবেশ্বর, ২৩ জানুয়ারীঃ
দুর্গাপুরে আয়োজিত সৃষ্টিশ্রী মেলার শেষ দিনে পাণ্ডবেশ্বর ব্লকের খাদান স্টলটি পশ্চিমবঙ্গ জেলাশাসকের তরফ থেকে সৃজনশীলতার জন্য পুরস্কৃত হল। এই প্রসঙ্গে বলতে গিয়ে পাণ্ডবেশ্বরের বিডিও বৃষ্টি হাজরা বললেন পাণ্ডবেশ্বরের স্বনির্ভর গোষ্ঠীগুলির দ্বারা উৎপাদিত পণ্যগুলি মেলায় বিপণন করার জন্য খাদানের মত আকর্ষণীয় স্টল তৈরি করা হয়েছিল। একই সাথে পাণ্ডবেশ্বরের খনি অঞ্চলের কার্যপ্রণালী,জীবনযাত্রা সম্পর্কে মানুষের যে কৌতূহল তা মেটানোর জন্য দুর্গাপুর শহরবাসীর কাছে খনির খাদান এর মত একটি স্টল তৈরি করা হয়। এই উদ্যোগটি সুন্দরভাবে তুলে ধরার জন্য বিশেষভাবে সহযোগিতা করেছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। একই সাথে বিডিও পাণ্ডবেশ্বরের ইসিএল এরিয়ার জেনারেল ম্যানেজার ও খোট্টাডিহি কোলিয়ারির এজেন্টকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। এই প্রসঙ্গে পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কিরীটি মুখার্জি বললেন পাণ্ডবেশ্বর ব্লকের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে প্রকৃত অর্থে স্বনির্ভর করে তোলার জন্য পাণ্ডবেশ্বর ব্লক ও পঞ্চায়েত সমিতি সবসময় চেষ্টা করে যাচ্ছে। তিনি আরও বলেন যে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পাণ্ডবেশ্বরের মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য সবসময় চেষ্টা করে যাচ্ছেন।