দুর্গাপুরে কোয়ারেন্টাইন সেন্টারগুলিতে কেমন আছেন মানুষজন? তাদের কথা শুনলেন জেলাশাসক
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৪জুনঃ
করোনা সংক্রমণ এড়াতে শিল্পাঞ্চল দুর্গাপুরের বেশ কিছু জায়গায় কোয়ারেনটাইন সেন্টার হয়েছে। দুর্গাপুর ব্যারাজের কাছে রাজ্য ছাত্র যুব আবাস কেন্দ্রে এইরকম এক কোয়ারেনটাইন সেন্টারে ছিয়াশি জনের মতো রয়েছেন, যার মধ্যে বাহাত্তর জন পরিযায়ী শ্রমিক। সেই কোয়ারেন্টাইন সেন্টারে যারা রয়েছেন তাঁরা কেমন রয়েছেন তা জানতে আজ অর্থাৎ বৃহস্পতিবার দুর্গাপুরের দুটি কোয়ারেনটাইন সেন্টার পরিদর্শন করলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাজি, সাথে ছিলেন জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরা।
এদিন জেলাশাসকের সাথে ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বান কোলে, আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপ (পূর্ব) অভিষেক গুপ্তা। তাদের সাথে নিয়ে এই কোয়ারেনটাইন সেন্টারে থাকা মানুষজনদের সাথে কথা বলেন জেলা শাসক পূর্ণেন্দু মাজি, শোনেন তাদের অভাব অভিযোগের কথা।
জেলা শাসক পূর্ণেন্দু মাজি জানান, “সরকারী আধিকারিকদের বলা হয়েছে প্রতিনিয়ত যেন তারা এদের সাথে সমন্বয় রেখে চলেন, তাহলে এরাই প্রশাসনকে বন্ধু আর নিজেদের লোক বলে মনে করতে শুরু করবে, এটাই প্লাস পয়েন্ট হবে তাদের কাছে।”আর এটা বাদে বাকী যা সমস্যা রয়েছে তা মিটে যাবে বলে আশ্বাস দেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাজি।
শুধু পরিযায়ী শ্রমিকদের সাথেই নয়, এইদিন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাজি কথা বলেন ভিন রাজ্য থেকে আসা বেশ কিছু পরিবারদের সাথে। শোনেন তাদের কথাও,। শিশুদের হাতে খাবারের প্যাকেট তুলে দেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক।
সামাজিক দূরত্বের বিধি মেনে চলার পাশাপাশি এইদিন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাজি এই কেন্দ্রে থাকা মানুষজনদের প্রশাসনের সাথে সহযোগিতার অনুরোধ জানান।