ব্লক কর্মীদের মনোবল চাঙ্গা করতে উপস্থিত জেলা সভাপতি অথচ অনুপস্থিত বহু পঞ্চায়েত প্রধান
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১ফেব্রুয়ারীঃ
তৃণমূলের কর্মী সভা অনুষ্ঠিত হলো কাঁকসার বিডিও অফিস সংলগ্ন এলাকায়।
সোমবার কাঁকসা ব্লকের কর্মীদের নিয়ে আগামী নির্বাচনে কি ভাবে রণকৌশল হবে দলের সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলিকে নিয়ে কিভাবে জন সংযোগ বাড়িয়ে বিপুল ভোটে তৃণমূলের জয় হবে সেই বিষয়ে দলের কর্মীদের বার্তা দেন তৃণমূলের উচ্চ নেতৃত্ব।
এদিন সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব মুখার্জি কাঁকসা ব্লকের ব্লক সভাপতি দেবদাস বক্সী, পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস,গলসির বিধায়ক অলোক কুমার মাঝি সহ অন্যান্যরা।
এদিন কাঁকসার বনকাটি,আমলাজোড়া, ত্রিলোকচন্দ্রপুর ও বিদবিহার গ্রাম পঞ্চায়েতের অন্যান্য কর্মীরা কেনো অনুপস্থিতি লক্ষ্য করা যায়। অবশ্য কেন তাঁরা অনুপস্থিত ছিলেন তা নিয়ে ব্লক নেতৃত্বের কাছে খোঁজ নেন জেলা সভাপতি অপূর্ব মুখার্জি। পাশাপাশি তিনি কোনো মনোমালিন্য বা সমস্যা থাকলে বসে মিটিয়ে নেবার কথা বলেন জেলা সভাপতি।