উখড়ায় শুরু হল নাট্য উৎসব
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২ এপ্রিলঃ
উখড়ায় শুরু হল দু’দিনের নাট্যোৎসব। থিয়েটার নবোদয় সংস্থার ব্যবস্থাপনায় শুক্রবার সন্ধ্যায় নাট্য উৎসবের সূচনা হয় উখড়া পুরাতন হাটতলায় জমিনদার স্টেট চত্বরে। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উখড়া পঞ্চায়েতের প্রধান রিতা ঘোষ, এলাকার বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সুব্রত বাজপাই, সমাজসেবী সুমিত বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা।
প্রথমদিন সৌমিত্র বসুর লেখা “মুড়কির হাড়ি” সহ তিনটি নাটক মঞ্চস্থ হয়। শনিবার নাট্য উৎসবের শেষ দিন এদিন মঞ্চস্থ হবে দুটি নাটক।
আয়োজকদের পক্ষে বুবাই মুখোপাধ্যায় জানান নাটকের প্রসার ও নতুন প্রতিভা তুলে আনার উদ্দেশ্যে তিন বছর ধরে তারা নাট্য উৎসবের আয়োজন করছেন।