মোড়গ্রাম রাজ্য সড়কে লরির সাথে পিক আপ ভ্যানের সংঘর্ষে মৃত চালক, আহত আরো এক
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১৬জানুয়ারীঃ
পানাগড় ইলামবাজার রাজ্য সড়কের উপর লরির সাথে পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একটি লরির চালকের। অপর লরির চালকের অবস্থা গুরুতর, তাঁকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, আজ শনিবার পিয়ারীগঞ্জে ওই রাজ্য সড়কের উপর পাথর বোঝাই একটি লরির সাথে একটি পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের জের এতটাই বেশি ছিল যে পিক আপ ভ্যানটি দুমড়ে মুচরে গিয়ে রাস্তার ধারে ছিটকে যায়। দুর্ঘটনার জেরে পিক আপ ভ্যানের চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপর লরির চালকও দুর্ঘটনায় গুরুতর জখম হন। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছোয় কাঁকসা থানার পুলিশ। আহত লরির চালককে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়, সাথে মৃত চালকের দেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। অবরোধ চলে প্রায় ঘন্টা দুয়েকের মতো। দুর্ঘটনার জেরে বেশ কিছু সময়ের জন্য অবরুদ্ধে হয়ে পড়ে ব্যস্ততম ওই রাজ্য সড়ক। পরে ঘাতক লরি দুটিকে সরিয়ে নিয়ে গেলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।