দুর্ঘটনাকে ঘিরে গাড়ির চালককে মারধর কাঁকসায়, আটক ৪
আমার কথা,পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২৮মার্চঃ
এক গাড়ি চালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কাঁকসার গোপালপুর উত্তর পাড়ায়।
এলাকারই চারজন যুবকের বিরুদ্ধে ওই চালককে মারধর করার অভিযোগ ওঠে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আহত চালককে ভর্তি করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। এলাকায় উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। পুলিশ চার জনকে আটক করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয়সুত্রে জানা গেছে আহত গাড়ির চালক ভোলা সরকার কয়েকজন যাত্রীকে নিয়ে যাচ্ছিলেন গোপালপুর উত্তরপাড়ার মধ্য দিয়ে। নিয়ন্ত্রন হারিয়ে এক বাইক চালককে ধাক্কা মারে ছোট গাড়িটি বলে অভিযোগ। ঘটনার পরেই গোপালপুর উত্তরপাড়ার বাসিন্দা গাড়ির চালক ভোলা সরকারকে ক্লাবের সদস্যরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ।
ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ এসে চারজনকে আটক করে নিয়ে যায়।