পানাগড়ে জাতীয় সড়কে লরির সাথে গাড়ির সংঘর্ষে আহত চালক
আমার কথা, পশ্চিম বর্ধমান(পানাগড়), ১৬সেপ্টেম্বরঃ
পথ দুর্ঘটনায় আহত হলেন এক গাড়ির চালক। দুর্ঘটনাড়টি ঘটেছে কাঁকসা থানার অন্তর্গত ২নং জাতীয় সড়কের উপর পাঠানপাড়া এলাকায়। গাড়িটি কলকাতার দিক থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। গাড়িটিতে চালক একাই ছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কাঁকসা থানার পুলিশ। কাঁকসা ট্রাফিক পুলিশ এ এস আই গোবিন্দ চন্দ্র বিশ্বাস জানিয়েছেন চারচাকা গাড়িতে চালক একাই ছিলেন,তিনি সম্ভবত ঘুমিয়ে পড়ায় একটি লরি ধাক্কা মেরে চলে যায়। চালককে উদ্ধার করে পানাগড় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে জাতীয় সড়কের রাস্তার অবস্থা কয়েক মাস ধরে খারাপ হয়ে পরেছে যার ফলে দুর্ভোগে মধ্যে চলাচল করতে হচ্ছে করতে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ কোন হেলদোল নেই।