লকডাউনের থাবা? দুর্গাপুরে দিনমজুর যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৩জুলাইঃ
এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত শ্যামপুরের শালডাঙ্গায়। মৃত যুবকের নাম তাথিন লোহার(২৮)। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
তাথিনের দাদা নৃপেন লোহার জানান তাঁর ভাই দিন মজুরের কাজ করত। করোনাএ সংক্রমন এড়াতে রাজ্যে চলতে থাকা লকডাউনের কারনে কার্যত কর্মহীন হয়ে পড়েন তাথিন। ফলে ঘরে খাদ্যাভাব দেখা দিয়েছিল। সম্ভবতঃ সেই কারনেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন তাঁর ভাই।
তাথিনের মা জানান যে, গতকাল ঘরে ফিরে খেতে চায় তাথিন। কিন্তু ঘরে খাদ্য সামগ্রীর অভাবে তাথিনের স্ত্রী তাঁকে খেতে দিতে পারেনি। তা নিয়ে দুজনের মধ্যে অশান্তিও হয়। এরপরেই রাতে ঘর ছেরে বেরিয়ে যান ওই যুবক। সারা রাত আর বাড়ি ফেরে না। এরপর আজ সকালে ওই যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোকওভেন থানার পুলিশ। পুলিশেরও প্রাথমিক অনুমান আত্মঘাতী হয়েছেন ওই যুবক।