লকডাউন সংকটের ফেরে ভাতের ফেন খেয়ে ছিল আট মাসের শিশুটিও, কিন্তু রাজনীতির উর্ধ্বে মনুষ্যত্বের চিত্র দেখা গেল কাঁকসায়
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১০এপ্রিলঃ
“সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই”- আজ বিশ্ব ব্যাপি করোনা ভাইরাসের আক্রমন আবারো একবার মানুষকে এই প্রবাদটির সত্যতা উপলব্ধি করিয়ে দিলো। তাই হিংসা, দ্বেষ, হানাহানি সব ভুলে মানুষ এই ভয়ঙ্কর বিপদের দিনে একে অপরের পাশে এসে দাঁড়িয়েছে। এমনকি রাজনীতির উর্ধ্বে উঠেছে শাসক বিরোধী সকলে এক হয়ে একে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এরকমই এক চিত্র ধরা পড়ল পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা থানার অন্তর্গত শেরপুরে। কাঁকসার বিজেপি মন্ডল কমিটির সদস্য ইন্দ্রজিত ঢালির বাড়িতে ভাড়া থাকে সিং পরিবার। ওই পরিবারে রয়েছে একটি আট মাসের শিশুও। পরিবারের মূল উপার্জনকারী একটি মিষ্টির দোকানে কাজ করেন। কিন্তু লকডাউনের কারনে সব দোকান বন্ধ থাকায় রুজি রোজগারও বন্ধ হয়ে গেছে ওই পরিবারের। ফলে খাদ্য সংকট দেখা দিয়েছে ওই পরিবারে। ঘরে যেটুকু যা মজুত ছিল তা দিয়ে এই কদিন চললেও গত দুদিন ধরে ভাতের ফেন খেয়ে রয়েছে ওই পরিবারটি। এমনকি দুধের শিশুটিকেও ওই ভাতের ফেন খাইয়ে রাখা হচ্ছিল। মর্মান্তিক এই বিষয়টি গিয়ে পৌঁছয় কাঁকসার তৃণমূল নেতা দেবদাস বক্সির কানে। খবর পাওয়া মাত্রই তিনি ওই পরিবারের জন্য খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেন। চাল, ডাল, আলু, তেল, নুন এমনকি ওই আটমাসের শিশুর জন্য দুধের ব্যবস্থাও করে দেন তিনি।