পানাগড়ে আন্ডারপাসে লেখা রাজনৈতিক দেওয়াল লিখন মুছলো নির্বাচন কমিশন
আমার কথা, পশ্চিম বর্ধমান(পানাগড়) ৫মার্চঃ
বেজে গেছে ভোটের দামাম, নির্বাচনের নির্ঘন্ট প্রকাশিত হয়েছে। একে একে শাসক বিরোধী সব দলই তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে শুরু করেছেন। শুক্রবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ করলেন দলের সুপ্রিমো মমতা বন্দোপধ্যায়। এদিকে লাগু হয়েছে নির্বাচনের বিধি নিষেধ। সেই অনুযায়ী সারা রাক্য জুড়ে নজরদারি শুরু করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে।
এরকমই এক দৃশ্য দেখা গেল পানাগড়ে। এদিন পানাগড় গ্রামের বাই পাস সংলগ্ন আন্ডার পাশের সমস্ত রাজনৈতিক পোস্টার ও দেওয়াল লিখন মুছলো নির্বাচন কমিশন।
পানাগড় গ্রামের আন্ডারপাসের দেওয়ালে বিজেপিকে ভোট না দেওয়ার জন্য পোস্টার দেওয়া হয়। তবে তাতে তৃণমূলের বা কোনো দলের নাম ছিলো না। এছাড়াও কয়েকটি জায়গায় দেওয়াল লিখনের জন্য দেওয়াল দখল করেছিলো বিজেপি।সেই সমস্ত লেখার ও পোষ্টারের উপরে কালো কালি দিয়ে মুছলো কমিশন। স্থানীয় সূত্রে জানা গেছে নির্বাচনের আগে সরকারি জায়গায় রাজনৈতিক প্রচারের সমস্ত দেওয়াল লিখন ও পোস্টার ঢেকে দিচ্ছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা।