তৃণমূলের নবনিযুক্ত জেলা সভাপতির সম্বর্ধনা অনুষ্ঠানে গোষ্ঠীদ্বন্দ্ব
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৫ সেপ্টেম্বরঃ
জেলা নেতৃত্বের সম্বর্ধনা সভায় গোষ্ঠীদ্বন্দ্ব। দলের সুবিধাবাদীদের নিয়ে ক্ষোভ উগরে দিলেন উপস্থিত নেতাদের একাংশ। গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করতে হবে, সাথে যারা দলের সবাইকে নিয়ে চলতে চাইবে না এরকম নেতৃত্বকে সুযোগ দেওয়া হবে না সাফ জানিয়ে দিলেন তৃণমূলের জেলা সভাপতি বিধান উপাধ্যায়।
বুধবার খান্দরা কমিউনিটি হলে অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হয় নবনিযুক্ত পদাধিকারীদের জন্য সংবর্ধনা সভা। উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি বিধান উপাধ্যায় ছাড়াও আই এন টি ইউ সি জেলা সভাপতি অভিজিৎ ঘটক, দলের পশ্চিম বর্ধমান জেলার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় সহ অন্ডাল ব্লকের নেতৃত্ব ও কর্মীরা। অনুষ্ঠানে বিধান উপাধ্যায় সহ অন্যদের সম্বর্ধনা দেওয়া হয় অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সম্বর্ধনা অনুষ্ঠান চলার সময় গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দলের নেতাদের একাংশ।
এদিকে এ বিষয়ে ব্লক সভাপতি কালোবরন মন্ডল বলেন প্রথম থেকেই দলের সাথে রয়েছি। আমার হাত ধরে যারা নেতা হয়েছে তাদের মধ্যে কেউ কেউ আজ নিজেদের বড় ভাবতে শুরু করেছে। আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে কুৎসা রটাচ্ছে এলাকায়। অথচ এরাই ২০২১ সালের বিধানসভা ভোটের সময় পেছন থেকে দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। ভোটের সময় কালে যারা যারা এই কাজ করেছে তাদের তালিকা জেলা নেতৃত্বের কাছে জমা দিয়েছি। অথচ এখনও দল কোন ব্যবস্থা নেই নি।
যুব তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি পার্থ দেওয়াসিও ক্ষোভ উগরে দেন বক্তৃতায় । বলেন ভোটের সময় যারা বেইমানি করেছে তাদের একাংশ দল ক্ষমতায় আসায় ফের সক্রিয় হয়ে উঠেছে। এরা এখন দলের পদ পাওয়ার জন্য তদবির করছে জেলা নেতৃত্ব এর কাছে। এরা যাতে কোনোভাবেই দলের উচ্চপদ না পায় সেই ব্যাপারে আর্জি জানান তিনি। নেতাদের ক্ষোভ প্রসঙ্গে জেলা সভাপতি বিধান উপাধ্যায় বলেন সবার উপর নজর রায়েছে দলের। দলের বিশ্বাসযোগ্য সৈনিকদের-ই গুরুত্ব দেওয়া হবে। স্বার্থপর আর বেইমানদের উৎস পথ কোনভাবেই দেওয়া হবে না বলে সাফ জানান বিধানবাবু। এদিন সভার শুরুতেই ঘটে যায় একপ্রস্থ নাটক। সভাস্থলের সামনে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন দলেরই খাদরা পঞ্চায়েত এলাকার বিক্ষুব্ধ কর্মীদের একাংশ। রাস্তাতেই তারা বিধানবাবু গাড়ি দাঁড় করিয়ে পুষ্পস্তবক দিয়ে তাকে সম্বর্ধনা জানান। আজকের অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানানো হয়নি বলেও ক্ষোভ প্রকাশ করেন তারা বিধান বাবুর কাছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন বিধানবাবু।