পঃ মেদিনীপুরে প্রথম ‘করোনা’য় আক্রান্তকে পাঠানো হল বেলেঘাটা আইডিতে
আমার কথা, পশ্চিম মেদিনপুর, ৩১মার্চঃ
সারা বিশ্বের সাথে ভারতের বাসিন্দারাও করোনা ভাইরাসের সংক্রমনে সংক্রমিত হচ্ছে। উত্তোরত্তর বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশ জুড়ে লকডাউন চললেও করোনা ভাইরাসের সংক্রমণ সেভাবে আটকানো যাচ্ছে না। এতদিন পশ্চিম মেদিনীপুর জেলায় করোনায় আক্রান্তের খবর না থাকলেও এবার প্রথম পাওয়া গেল ‘করোনা’ আক্রান্তের হদিশ। গতকাল রাতে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যে ৪ জনের টেস্টের রিপোর্ট পাওয়া গেছিল তাদের মধ্যে একজনের রিপোর্ট ‘করোনা’ পজিটিভ এসেছে বলে জানালেন, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ গিরিশ চন্দ্র বেরা।
প্রসঙ্গতঃ গত ২২শে মার্চ মুম্বই থেকে ফিরেছিলেন ঘাটালের দাসপুর ১নং ব্লকের বাসিন্দা ওই ব্যক্তি। তারপর থেকেই তিনি মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আইসোলেশনে ভর্তি ছিলেন। ওই ব্যক্তিকে আজই বেলেঘাটা আইডি’ তে পাঠানো হবে বলেও জানালেন, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।