প্রয়াত হলেন দুর্গাপুরের প্রাক্তন পুরপিতা
আমার কথা, দুর্গাপুর, ২০ ডিসেম্বরঃ
চলে গেলেন দুর্গাপুরের প্রাক্তন বর্ষীয়ান পুরপিতা সুনীল চ্যটার্জি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। বয়সজনিত রোগে ভুগছিলেন তিনি। মলানদিঘির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সুনীলবাবু। সেখানেই শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুনীলবাবুর স্ত্রী শেফালি চ্যাটার্জি ২০১২ সালে ২৯ নং ওয়ার্ডে পুরমাতা হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে সেই ওয়ার্ডে ২০১৭ সালে পুরপিতা হিয়েছিলেন সুনীলবাবু। এছাড়াও ২০২০ সাল থেকে তিনি ৪নং বোরো কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
প্রসঙ্গতঃ দুর্গাপুরের আইএমটি কারখানা যেটি বর্তমানে বন্ধ হয় গিয়েছে, সেই কারখানায় কর্মরত ছিলেন। কারখানার শ্রমিক সংগঠনের দায়িত্বও সামলেছিলেন সুনীল চ্যাটার্জি। প্রথম জীবনে তিনি জাতীয় কংগ্রেস করতেন। পরবর্তীতে ২০১১ সালে তৃণমুল কংগ্রেস হওয়ার পর তিনি তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে দলের জন্য কাজ করে গিয়েছিলেন। একজন রাজনৈতিক নেতার বাইরেও সুনীলবাবু একজন ভাল শিল্পী ছিলেন। তিনি খুব সুন্দর দেওয়াল লিখন করতেন। পাশাপাশি বক্তৃতা দেওয়ার সময় হিন্দি কবিতা বলতেন যা অনেকের কাছেই খুব জনপ্রিয় ছিল। সুনীলবাবুরমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। আগামীকাল সুনীলবাবুর মরদেহ দুর্গাপুর নগর নিগমে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়।