গ্যাসের সিলিন্ডার ফেটে ঘরে আগুন, পুড়ে ছাই সমস্ত জিনিসপত্র
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ৫ ফেব্রুয়ারীঃ
রান্নার গ্যাস সিলিন্ডারে আগুন লেগে তা ফেটে গিয়ে বিপত্তি ঘটে। ঘটনাটি কুলটি থানার সাকতোরিয়া ফাঁড়ির অন্তর্গত ১০৪ নাম্বার ওয়ার্ডের। নুনিযা বস্তি এলাকায় এক ব্যক্তির বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। আগুন লাগার পরেই তা ফেটে আগুন ধরে যায়। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় সাকতোরিয়া ফাঁড়ির পুলিশ। স্থাণীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণ করে আনা হয়। স্থানীয় সূত্রে জানা যায় গ্যাস সিলিন্ডার বাস্ট করে ঘরের আসবাবপত্র সহ মূল্যবান জিনিস জোলে পুর ছাই হয় এমনটা জানাযায় , প্রায় লক্ষ টাকার জিসিন পত্র পুড়ে ছাই হয়ে যায়। ,কোনোরকম ভাবে প্রাণে বাঁচে পরিবারের লোকেরা।