পানাগড়ে নিজের ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
আমার কথা, পশ্চিম বর্ধমান(পানাগড়), ২০ফেব্রুয়ারীঃ
এক ব্যাক্তির ঝুলন্ত মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কাঁকসা থানার অন্তর্গত পানাগড় গ্রামের ক্যানেল পাড় এলাকা থেকে। মৃত ব্যাক্তির নাম সঞ্জয় ডোম(৪০)।
মৃত ওই ব্যাক্তি পেশায় টোটো চালক ছিলেন। স্থানীয় সুত্রে জানা গিয়েছে সঞ্জয় ডোম বাড়িতে একাই ছিলেন। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কাঁকসা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।এলাকার মানুষ জানিয়েছেন গতকাল সঞ্জয়বাবু তাঁর স্ত্রী ও ছেলে মেয়েদের নিজের শ্বশুরবাড়ি রেখে আসেন। সকালে বাড়ির কাজ করার পর সকালেই নিজের ঘরে ঢুকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলে অনুমান স্থানীয়দের।
তবে কি কারনে এই আত্মহননের পথ বেছে নিলেন সঞ্জয়বাবু তা জানতে কাঁকসা থানার পুলিশ তদন্ত শুরু করেছে।