কাঁকসায় প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ২ মার্চঃ
এক প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে কাঁকসার দক্ষিণ ক্যানেল পাড়ে। বুধবার সকালে পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
কাঁকসা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
৫৫ বছর বয়সী মৃত রতন সরকার পেশায় একজন গ্যারেজের মিস্ত্রি ছিলেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন গত কয়েকদিন ধরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। তবে পরিবারের তেমন কারো সাথে কোনো অশান্তি বা গণ্ডগোল না হলেও কি কারনে তিনি আত্মহত্যা করেছেন তার সঠিক কারণ জানা যায়নি।
ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।