কাঁকসায় গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, পলাতক স্বামী সহ শ্বশুর শাশুড়ি

আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ২৯অক্টোবরঃ
কাঁকসার অজয়পল্লীতে বাড়ির ভেতর থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। মৃত গৃহবধূর নাম অনিমা বাড়ুই(২৬)। ওই গৃহবধূর একটি তিন বছরের ছোট্ট শিশু রয়েছে। ঘটনার পর থেকেই পলাতক স্বামী প্রদীপ বারুই ও শ্বশুর,শাশুড়ি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই গৃহবধূ ও তার সন্তানকে স্বামী ও শ্বশুর-শাশুড়ি প্রতিনিয়ত অত্যাচার করত। বৃহস্পতিবার সকালে এলাকাবাসীরা বাচ্চার কান্না শুনতে পায় এবং গিয়ে গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় দেখেন। এলাকাবাসীরা তড়িঘড়ি খবর দেয় কাঁকসা পুলিশকে। কাঁকসার মলানদিঘি ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে যায়, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।