কর্মস্থলের কাছে খনিকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ৭ ডিসেম্বরঃ
কর্মস্থলের অদূরে গলায় ফাঁস লাগা অবস্থায় উদ্ধার হল খনি কর্মীর মৃতদেহ। ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিশের।
বুধবার সকালে ইসিএল এর সোনপুর বাজারি প্রজেক্ট এর সিএইচপি সংলগ্ন জঙ্গলে গলায় ফাঁস লাগা অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ ঝুলতে দেখেন স্থানীয়রা। পরে জানা যায় ওই ব্যক্তির নাম রঞ্জন দাস (৫৮)। খনি কর্মী রঞ্জন বাবু আর এন কলোনির বাসিন্দা ছিলেন। কাজ করতেন সোনপুর বাজারি প্রজেক্টে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। দেহটি উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। এটি আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। জঙ্গলের কাছে রঞ্জন বাবুর গাড়িটি পরিত্যক্ত অবস্থায় প্রথম দেখতে পাওয়া যায়। জঙ্গলে খোঁজাখুঁজির পর দেখা যায় ফাঁস লাগা অবস্থায় দেহটি ঝুলছে গাছে। যেহেতু ঘটনাটি ঘটেছে কর্মরত সময়ে, তাই সহকর্মী ও শ্রমিক সংগঠন গুলির পক্ষ থেকে নিয়ম অনুযায়ী মৃতের পরিবারের একজনকে চাকরি ও ক্ষতিপূরণের দাবি জানানো হয় কর্তৃপক্ষের কাছে। কর্তৃপক্ষ দাবি মেনে নিয়েছে বলে সূত্রের খবর।