ইসিএলে কর্মরত নিরাপত্তারক্ষীর ঝুলন্ত দেহ উদ্ধার
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৩০এপ্রিলঃ
ইসিএলের এক বেসরকারি নিরাপত্তারক্ষীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনাটি অন্ডাল থানার অন্তর্গত কাজোড়া গ্রামের। নিরাপত্তারক্ষীর নাম স্বপন ঘোষ (৪৩)।
কাজোরা গ্রামে শুক্রবার সকালে স্থানীয় একটি আমবাগানে স্বপন ঘোষ নামে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলে থানা সূত্রে খবর।
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় আর্থিক কারণে মানসিক অবসাদে ভুগছিলেন স্বপন বাবু। সেই কারণেই আত্মহত্যা বলে পরিবারের অনুমান।
মৃতের ভাইপো প্রদীপ ঘোষ জানান কাকা ইসিএলে একটি বেসরকারী নিরাপত্তারক্ষী সংস্থায় কাজ করতেন। পাঁচ মাসের বেতন বকেয়া ছিল। ফলে আর্থিক অনটনের কারণে মানসিক অবসাদে ভুগছিল তিনি।
ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। প্রতিবেশীদের অভিযোগ বেসরকারি নিরাপত্তা সংস্থা কাজ করিয়ে নিরাপত্তারক্ষীদের বেতন দেয় না সময় মতো। মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে তারা।