কাঁকসায় যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ২৭মার্চঃ
কাঁকসার গোপালপুর উত্তর পাড়ায় বাড়ির ভেতর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বছর ৩২ এর মৃত ব্যক্তি পিন্টু কুমার পাল কাঁকসার গোপালপুর উত্তর পাড়ার বাসিন্দা। পরিবারের সদস্যরা দেখতে পেয়ে কাঁকসা থানার পুলিশকে খবর দিলে কাঁকসা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। শনিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। কি কারনে মৃত্যু তার সঠিক কারণ জানা যায় নি। পারিবারিক অশান্তির জেরে ওই যুবক আত্মহত্যা করেছে বলে অনুমান পরিবারের সদস্যদের।