করোনা রোগীদের ব্যবহারে নিজের গাড়ি দিয়ে দিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ৯মেঃ
মুমূর্ষ করোনা রোগীদের ব্যবহারের জন্য নিজের একটি চারচাকা গাড়ি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দিয়ে নজির গড়লেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মদক্ষ কালবরণ মন্ডল । উল্লেখ্য গত বছর থেকে করোনা রোগীদের সাহায্যে কাজ করে চলেছে ”অন্ডাল পরিবার”- নামে স্বেচ্ছাসেবী সংগঠন । তারা অন্ডাল এলাকার প্রশাসনিক, জনপ্রতিনিধি ও সহৃদয় ব্যক্তিদের নিয়ে গড়ে তুলেছে এমিস (AMIS ) নামে একটি সংগঠন । এই সংগঠনে রয়েছেন অন্ডালের বিডিও , স্থানীয় থানার পুলিশ আধিকারিক, জনপ্রতিনিধি সহ সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিরা । করোনা রোগীদের সাহায্যের জন্য রয়েছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত টিম । গত বছর থেকে নিরবিচ্ছিন্নভাবে এই সংস্থাটি কাজ করে চলেছে করোনার বিরুদ্ধে । রোগীকে হাসপাতালে ভর্তি করা, আইসোলেশন এ থাকা রোগীদের বাড়িতে ওষুধ সহ অক্সিজেন পৌঁছে দেওয়া , এলাকা জীবাণুমুক্ত করা এমনকি সচেতনতা প্রচার সবেতেই তারা সক্রিয় । শনিবার সংস্থাটির পাশে দাঁড়ান এলাকার মৌসুমী নন্দী নামে এক স্কুল শিক্ষিকা । অ্যাম্বুলেন্স হিসাবে ব্যবহার করার জন্য তিনি তার চার চাকার একটি গাড়ি ( অল্টো ) সংস্থাটির হাতে তুলে দেন । রবিবার একই কাজ করলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মদক্ষ কালবরণ মন্ডল । তিনি ও তার চার চাকার একটি গাড়ি করোনা রোগীদের ব্যবহারের জন্য সংস্থাটির হাতে তুলে দেন । কালবরন বাবু জানান করোনা রোগীদের দ্রুত হাসপাতাল পৌঁছানোর জন্য কেউ গাড়ি ভাড়া দিতে চাই না । অনেক সময় অ্যাম্বুলেন্সও পাওয়া যায় না । ফলে রোগী ও তার পরিবার সমস্যায় পড়ে জীবন সংশয় হয় অনেক ক্ষেত্রে । তাই করোনা রোগীদের সুবিধার্থেই তার এই উদ্যোগ বলে জানান কালোবরণ বাবু । অন্ডালের বিডিও সুদীপ্ত বিশ্বাস বলেন শ্রীরামপুরের বাসিন্দা প্রিয়াঙ্কা মন্ডল নামে এক সরকারি স্কুল শিক্ষিকা তার দু- মাসের বেতনের টাকা সংস্থাকে দান করেছেন । প্রিয়াঙ্কা দেবি, মৌসুমী দেবী, কালোবরন বাবুদের উদ্যোগ প্রসংশনীয়, এদের দেখে আগামী দিনে অন্যরাও করোনার যুদ্ধে এগিয়ে আসবেন আশা প্রকাশ করেন সুদীপ্ত বাবু ।