ব্লাস্টিংয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাড়ি, ক্ষোভে কি করে বসলেন স্থানীয়রা?
আমার কথা, অন্ডাল, ২ এপ্রিল:
ব্লাস্টিং এর ফলে ক্ষতি হচ্ছে ঘরবাড়ির। ফাটল দেখা দিচ্ছে বাড়ির দেওয়ালে। ব্লাস্টিং এর মাত্রা কমানোর দাবিতে ওসিপির কাজ বন্ধ করে দিল বাসিন্দাদের একাংশ। মঙ্গলবার সিদুলি ওসিপির ঘটনা।
ইসিএল এর কেন্দা এরিয়ার সিদুলি ওসিপিতে মাত্রা অতিরিক্ত ব্লাস্টিং এর ফলে আতঙ্ক তৈরি হয়েছে বাসিন্দাদের মধ্যে। ব্লাস্টিং এর ফলে কেঁপে উঠছে বসতি এলাকা, বাড়ির দেওয়াল ধরছে ফাটল। সংস্থার আধিকারিকদের বিষয়টি জানানো সত্ত্বেও হেলদোল নেই কর্তৃপক্ষের। ব্লাস্টিং এর মাত্রা কমানো ও ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির সংস্কারের দাবিতে মঙ্গলবার সকালে সিদুলি এলাকার বাসিন্দাদের একাংশ ও ওসিপির কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের সাথে উপস্থিত ছিলেন অন্ডাল পঞ্চায়েত সমিতির সদস্য কৌশিক মন্ডল, খান্দরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ বাদ্যকর সহ অন্যরা। তারা জানান ওসিপি করার সময় খেলার মাঠ রাস্তাঘাট তৈরি সহ এলাকার উন্নয়নে কর্তৃপক্ষ একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি সংস্থা এখনো রক্ষা করেনি। উপরন্ত ক্রমাগত ব্লাস্টিং এর ফলে এলাকার ঘরবাড়ির ক্ষতি হচ্ছে। সেই কারণে ক্ষোভ তৈরি হয়েছে বাসিন্দাদের মধ্যে। বাসিন্দারা নিজেরা আজ ওসিপির কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায় বলে জানান তারা। পাশাপাশি তারা বলেন বাসিন্দারা পুনর্বাসন চাই, কর্তৃপক্ষ দ্রুত বাসিন্দাদের পুনর্বাসনের ব্যবস্থা করুক।আমরা বাসিন্দাদের এই দাবির পক্ষে বলে জানান তারা। বিক্ষোভ প্রসঙ্গে সিদুলি খোলামুখ খনির ম্যানেজার অরবিন্দ চৌধুরী বলেন বাসিন্দাদের সাথে কথা হয়নি। উদ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। দ্রুত বাসিন্দাদের সাথে কথা বলে সমস্যার সমাধান করা হবে।