অন্ডালে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১২ ফেব্রুয়ারীঃ
শ্বশুরবাড়িতে গলায় দড়ি দেওয়া অবস্থায় উদ্ধার হলো এক গৃহবধূর মৃতদেহ । ঘটনাটি উখরা গ্রামের সুভাষ পাড়া এলাকার । মৃত গৃহবধূর নাম ঝুমা দত্ত (২৮) ।
শনিবার দুপুর দেড়টা নাগাত উখড়া গ্রামের সুভাষ পাড়ায় শ্বশুরবাড়িতে গলায় দড়ি দেওয়া অবস্থায় উদ্ধার হলো ঝুমা দত্ত নামে এক গৃহবধূর মৃতদেহ । বাড়ির লোকেরা প্রথম দেহটি ঝুলতে দেখে । খবর পেয়ে ছুটে আসে পাড়া-প্রতিবেশীরা । খবর দেওয়া হয় উখড়া পুলিশ আউটপোস্ট-এ । এরপর দেহটি নামানো হয় । পরিবার সূত্রে জানা গেছে ২০১৬ সালে বাঁকুড়ার মেজিয়া থানার ভুলুই গ্রামের বাসিন্দা ঝুমার বিয়ে হয় উখরা গ্রামের সুভাষ পাড়ায় গোপাল দত্তের সাথে । দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ । মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।