অন্ডালে দ্বিতীয় পক্ষের স্ত্রীকে অস্ত্র দিয়ে কুপিয়ে আগুনে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেপ্তার স্বামী
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২৯জুলাইঃ
নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ। ন্যক্কারজনক এই ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার অন্তর্গত কাজোরা গ্রামের হাজরা পাড়ায়। মৃতার নাম আইভি হাজরা(৩৭)।
মৃতার পারিবারিক সুত্রে জানা গেছে, উখরার সুভাষ পাড়ার বাসিন্দা বিক্রম রায় খান্দরা প্রতিবন্দী কেন্দ্রে কর্মরত। এদিকে আইভিদেবী স্থানীয় একটি স্কুলের পার্টটাইম শিক্ষকতা করেন। বিক্রমবাবুর সাথে তাঁর কর্মস্থলে পরিচয় হয় আইভিদেবীর সাথে। এরপর সেই পরিচয় থেকে তাঁরা ঘনিষ্ট হন। আট মাস আগে বিক্রম রায়ের সাথে বিয়ে হয় আইভি হাজরার। আইভি দেবী বিক্রমের দ্বিতীয় স্ত্রী। বিক্রম রায় যে বিবাহিত ছিলেন, তাঁর প্রথম পক্ষের স্ত্রী রয়েছে তা আইভিদেবীর কাছে গোপন করে বিয়ে করেন বলে দাবি মৃতার পরিবারের দাবি। ফলে বিয়ের পর থেকে কাজোরায় নিজের বাবার বাড়িতেই থাকতেন আইভিদেবী। বিক্রম সেখানে যাওয়া আসা করতেন।
অন্যান্য দিনের মতো গরকাল অর্থাৎ মঙ্গলবার দুপুরে কাজোরায় আইভিদেবীর বাবার বাড়িতে যান বিক্রমবাবু। সেই সময় বাড়িতে আইভিদেবী ছাড়াও উপস্থিত ছিলেন তাঁর ঠাকুরমা মায়ারানী হাজরা। মায়ারানিদেবী জানান যে, বিক্রম ধারালো অস্ত্র নিয়ে আইভিদেবীর উপর চরাও হন। তাঁকে বাধা দিতে গিয়ে জখম হন মায়ারানীদেবী। আইভিদেবীকে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে খুন করেন বিক্রম, এরপর তাঁর গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বলিয়ে দেন বলে অভিযোগ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় অন্ডাল থানায় পুলিশ। আইভিদেবীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। এদিকে মায়ারানীদেবীর অভিযোগের ভিত্তিতে বিক্রমকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশী হেফাজতে সে আইভিদেবীকে খুনের বিষয়টি স্বীকার করেন। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান এই সম্পর্কটা থেকে বিক্রম বেরিয়ে আসতে চাইছিল আর তাতে আপত্তি ছিল আইভিদেবীর আর সেই কারনেই এই খুন। আজ অভিযুক্তকে পুলিশী হেফাজতের আবেদন করে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে বলে।