বাড়ছে ‘করোনা’-র প্রকোপ, পাল্লা দিয়ে বাড়ছে ‘চৈত্র সেল’-র ভিড়ও
আমার কথা, পশ্চিম বর্ধমান(পানাগড়), ১২এপ্রিলঃ
ক্রমশই বাড়ছে করোনার প্রকোপ তার সাথে নিত্য দিন বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। অন্যান্য জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলাতেও করোনা আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। একদিকে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জায়গায় চলছে রাজনৈতিক সভা ও মিছিল। ক্ষমতা দখলের লড়াইয়ে মিছিলে বাড়ছে কর্মী-সমর্থকদের ভিড়।
তবে এসব নিয়ে কোন মাথাব্যাথা নেই পানাগড় বাজারের বাসিন্দাদের। চৈত্র সেল এর বাজার করতে সকাল থেকেই উপচে পড়ল পানাগর বাজারের স্টেশন রোডে ক্রেতাদের ভিড়। সোমবার স্টেশন রোডে ক্রেতাদের ভিড এতটাই ছিল যে ওই রাস্তা দিয়ে কোন ছোট গাড়ি প্রবেশ করতে পারেনি।
একদিকে যেমন দোকানে ভিড় জমানো ক্রেতাদের মুখে নেই মাক্স, তেমনই অসচেতন বিক্রেতাও।
ক্যামেরায় ছবি উঠছে দেখে অনেক ক্রেতা ভুল স্বীকার করলেও বিক্রেতারা বলেন এই সময় যদি দু পয়সা রোজগার না হয় তাহলে সংসার চলবে কি করে।