উখরায় শুরু হলো নকআউট ক্রিকেট প্রতিযোগীতা

আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ৩জানুয়ারীঃ
গেমস অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশনের পরিচালনায় উখরা স্কুল মাঠে রবিবার থেকে শুরু হলো নক আউট ক্রিকেট প্রতিযোগিতা। প্রথম খেলায় বাঁকুড়ার ইন্দাস ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়ে জিতল চিত্তরঞ্জন সিএলডাবলু ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৫ রান করে ইন্দাস ক্রিকেট ক্লাব । জবাবে দু’ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে ম্যাচটা জিতে নেয় চিত্তরঞ্জন সিএলডাবলু ক্লাব। জয়ী দলের ভূপিন্দর সিং ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছে মোট আটটি দল। চূড়ান্ত পর্যায়ের খেলাটি অনুষ্ঠিত হবে চলতি মাসের ১০ তারিখ।