বন্ধু-শত্রু সবার পাশে দিনরাত থাকার বার্তা দিয়ে অভিনব প্রচার বাম প্রার্থীর
আমার কথা, অন্ডাল, ২৩ জুন:
বন্ধু বা শত্রু ২৪ ঘন্টা সবার পাশে থাকার বার্তা, উখড়া পঞ্চায়েতের সিপিএম প্রার্থীর অভিনব প্রচার নজর কাড়ছে ভোটারদের। আপদে-বিপদে প্রার্থী সবার পাশে থাকে স্বীকার করছেন ভোটাররাও।
অন্ডাল ব্লকের উখরা গ্রাম পঞ্চায়েতে ২৭ টি আসনের মধ্যে এবার সিপিআইএম প্রার্থী দিয়েছে ২০-টি আসনে। ২১ নম্বর সংসদ তেলিপাড়ায় কাস্তে হাতুড়ি তারা চিহ্নে প্রার্থী হয়েছেন স্বর্ণময় বন্দ্যোপাধ্যায়। প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনে বন্ধু বা শত্রু ২৪ ঘন্টা পাশে থাকার বার্তা নজর কাড়ছে ভোটারদের। স্বর্ণময় বাবু সিপিএম পার্টির উখড়া পাঁচ নম্বর শাখা সম্পাদক। প্রার্থী হয়েছেন ২১ নম্বর সংসদ তেলিপাড়ায়। কিশোর বয়স থেকেই বামপন্থী রাজনীতির সাথে যুক্ত। বাবা পরেশনাথ ব্যানার্জি ছিলেন এলাকায় পরিচিত বাম নেতা। মাত্র ১৬ বছর বয়সে স্বর্ণময় বাবুর রাজনীতিতে হাতে খড়ি। কিশোর বয়সে পেয়েছেন ডিওয়াইএফআই এর সদস্যপদ। খান্দরা কলেজে পড়ার সময় চুটিয়ে করেছেন এসএফআই সংগঠন। ১৯৯২ সালে পান পার্টি মেম্বারশিপ।
কিশোর বয়সের স্বর্ণময় বাবু চুটিয়ে ক্রিকেট খেলতেন। ক্রিকেটার হিসাবে এলাকায় তার সুনাম আছে। পাশাপাশি রাজনৈতির ঊর্ধ্বে অসহায় মানুষের পাশে থাকার নজিরও রয়েছে তার। মহামারী করোনা কালে উখড়া গ্রামের সুভাস ইনক্লাইন, জামাই পাড়া, মাঝ পাড়ায় বহু মানুষের পাশে ছিলেন তিনি। পঞ্চায়েত ভোটে দলের নির্দেশে এবার তিনি তেলিপাড়ায় ২১ নম্বর সংসদে প্রার্থী হয়েছেন। ইতিমধ্যে দেওয়াল লিখনের পাশাপাশি শুরু করেছেন বাড়ি বাড়ি প্রচারের কাজ। স্বর্ণময় বাবু প্রচারে জোর দিয়েছেন দলমত নির্বিশেষে সবার পাশে থাকার বার্তা। তার এই অভিনব প্রচারে নজর কাড়ছে এলাকার বাসিন্দাদের।
বন্ধু বা শত্রু সবার পাশে থাকার বার্তা যে মিথ্যা নয় তা স্বীকার করছেন এলাকার বাসিন্দারাও। পাড়ার বাসিন্দা ষষ্ঠী বাউরী, রাজু বাগদি, সঞ্জয় বাগদি-রা জানান রাজনীতির উর্ধ্বে স্বর্ণময় দা সবার পাশে দাঁড়ান। মেয়ের বিয়ে, ছেলে-মেয়েদের পড়াশোনা, চিকিৎসা সংক্রান্ত সব বিষয়ে তিনি সাহায্য করেন সবার। এ প্রসঙ্গে স্বর্ণময় বাবু জানান ভোটে হার জিত আছে, জিতবো না হারবো সেটা ঠিক করবে ভোটার-রা। তবে মানবধিকার প্রশ্নে আমি সাধ্যমত সবার পাশে যেমন ছিলাম, তেমনি থাকবো।