সুদ কারবারীদের নির্যাতনে রোহনের আত্মহত্যার পেছনে মূল অভিযুক্ত গ্রেফতার

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১ নভেম্বরঃ
গত আগস্ট মাসে সুদ কারবারীদের মারধরের কারনে আত্মঘাতী হয় এক পড়ুয়া আর সেই ঘটনায় মূল অভিযুক্ত সুদ কারবারী কৃপাসিন্ধু মিশ্র’কে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিস।
পুলিস সুত্রে জানা গিয়েছে, ধৃত কৃপাসিন্ধু মিশ্র সহ বেশ কয়েকজনের নামে মৃতের পরিবার থেকে অভিযোগ দায়ের হয় দুর্গাপুর থানায়। অভিযোগ দায়ের হতেই চড়া সুদ কারবারী মূল পান্ডা কৃপাসিন্ধু মিশ্র সহ অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। দীর্ঘদিন পলাতক থাকার পর এদিন পুলিসের জালে ধরা পড়ে কৃপাসিন্ধু মিশ্র।
প্রসঙ্গত, দুর্গাপুর স্টিল টাউনশিপের বাসিন্দা পড়ুয়া রোহন দাসের দাদা ওই অভিযুক্তদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চড়া সুদে নিয়েছিলো বলে দাবি সুদ কারবারীদের। রোহন দাস এর দাদাকে ওই সুদ কারবারীরা বাড়িতে না পেয়ে রোহনকে মারধর করে অভিযুক্তরা। এর পরেই রোহন দাস আত্মঘাতী হয়। তাঁর পরিবারের লোকজন পুলিসে অভিযোগ দায়ের করেন।