বেনাচিতিতে রাষ্ট্রায়ত্ব ব্যাংকের ম্যানেজার করোনায় আক্রান্ত, বন্ধ করে দেওয়া হল শাখাটি
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২০জুলাইঃ
দুর্গাপুরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ক্রমশ বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। বেনাচিতির এক স্বর্ণ ব্যবসায়ীর পর এবার বেনাচিতিতে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকের ম্যানেজার করোনায় আক্রান্ত হলেন। বিষয়টি জানার পরেই পুলিশের তরফে তড়িঘড়ি ব্যাংকের শাখাটিকে বন্ধ করে দেওয়া হয়। পাস্পাশি ব্যাংকে কর্মরত ২৩জন কর্মীকে হোম কোয়ারেন্টাইনে থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে ওই ২৩ জন কর্মীর লালারসের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হবে যে ব্যাংক ম্যানেজারের সংস্পর্ডে এসে আরো কেউ করোনায় আক্রান্ত হয়েছেন কিনা।
পুলিশ সুত্রে জানা গেছে, বেনাচিতির আনন্দ গোপাল মুখার্জী সরণীতে ভিড়িঙ্গি কালীবাড়ি সংলগ্ন ওই রাষ্ট্রায়ত্ব ব্যাংকের শাখার ম্যানেজার আসানসোলের বাসিন্দা।শনিবার পর্যন্ত্য তিনি ব্যাংকে এসে কাজ করে গেছেন। এরপর আজ সোমবার বিকেলে স্বাস্থ্যদপ্তর থেকে দুর্গাপুর থানার পুলিশের কাছে খবর আসে যে ওই ব্যাংকের শাখার ম্যানেজার করোনায় আক্রান্ত হয়েছেন। এরপরেই শাখাটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। সাথে ওই শাখার সমস্ত কর্মীর নাম, ঠিকানা ও ফোন নাম্বার নেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। পাশপাশি এও জানা গেছে, ব্যাংকের ওই শাখাটি সহ আশেপাশের দোকানগুলিকে জীবানুমুক্ত করার কাজও করা হবে।