করোনার ভীতির মাঝেই আচমকা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ খনি এলাকা
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৫এপ্রিলঃ
একেই বলে গোদের ওপর বিষ ফোঁড়া। তাই করোনার বিপদের মধ্যে আবার এক বিপত্তির মুখে পড়তে হল পান্ডবেশ্বর থানার অন্তর্গত জামুড়িয়া ব্লকের ভুড়ি গ্রামে। শুক্রবার বিকেলে হঠাত ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ওই গ্রামের ঘরবাড়ির। তবে খবর পেয়েই সাথে সাথে সাহায্যের হাত বাড়িয়ে দেন জামুড়িয়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃষাণু রায়।
সুত্রের খবর গতকাল ওই আচমকা ঘূর্ণি ঝড়ের তান্ডবে ভুড়ি গ্রামে প্রায় ২০-২৫টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে, যার মধ্যে গড়াইওপাড়া, কোড়াপাড়া, দাঙ্গালপাড়া ও মুসলিমপাড়ার ১৫টি বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। কারুর আবার ঘরের ছাউনি উড়ে গেছে। এই ঘূর্ণিঝড়ে গ্রামের ক্ষতির খবর পাওয়া মাত্রই এলাকায় ছুটে যান জামুড়িয়া ব্লকের আধিকারিক। সাথে সাথে ত্রিপল সহ আরো কিছু জিনিসপত্র প্রদান করেন। এই দ্রুত সাহায্যের জন্য প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার মানুষজন।
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৫এপ্রিলঃ