বুদবুদে দমকল বিভাগের নতুন ভবনের উদ্বোধন মন্ত্রীদের হাত দিয়ে
আমার কাথা, পশ্চিম বর্ধমান(বুদবুদ), ৬ফেব্রুয়ারীঃ
বুদবুদের মানকর রোডে গলসি ১নম্বর ব্লকের বিডিও অফিস সংলগ্ন এলাকায় দমকল বিভাগের নতুন ভবনের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের দমকল মন্ত্রী সুজিত বসু।
এদিন ফিতে কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি বস্ত্রবয়ন মন্ত্রী স্বপন দেবনাথ। পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু, জেলা শাসক মোঃ এনাউর রহমান সহ অন্যান্যরা।
এতদিন কোনো দুর্ঘটনা ঘটলে পানাগড় দমকল বিভাগের উপরেই ভরসা করতে হতো মানকর ,বুদবুদ, গলসি,পারাজ সহ আসে পাশের এলাকার মানুষকে।এবার মানকর রোডে দমকল বিভাগের অফিস উদ্বোধন হওয়ায় অনেকটাই সুবিধা হবে বলে জানা গেছে। থাকছে উন্নতমানের আগুন নেভানোর সরঞ্জাম।