হরিশপুর গ্রামের ধস কবলিত এলাকা ঘুরে দেখে গেলেন মন্ত্রী
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১৬আগস্টঃ
এক মাস আগে অন্ডালের হরিশপুর গ্রামে ব্যাপক ধস হয় । ধসের ফলে গ্রামের প্রচুর বড় বড় পাকা বাড়িও ভেঙে গুঁড়িয়ে যায় । আতঙ্কিত গ্রামবাসী বাড়ি ছেড়ে পালাতে থাকে বাধ্য হন । গ্রামবাসীরা গ্রাম সংলগ্ন ইসিএলের খোলামুখ খনিকেই দায়ী করে এই ধসের জন্য।
গ্রামবাসীদের একটাই দাবি পুনর্বাসন। এই অবস্থায় গ্রামবাসীদের পুনর্বাসন নিয়ে হয় রাজনৈতিক জল ঘোলা। কিন্তু একমাস পার হয়ে গেলেও গ্রামের সাধারণ মানুষ পাইনি তাদের সুনিশ্চিত বাসস্থান।
আজ রবিবার মন্ত্রী মলয় ঘটক হরিশপুর গ্রামবাসীদের পাশে এসে দাঁড়ালেন। ঘুরে দেখলেন ধসের ভয়াল চেহারা। এদিন গ্রামবাসীদের মন্ত্রীকে জানান যে গত কয়েক দশক ধরে তিনি এবং সিপিআইএম নেতা হারাধন রায় খনি অঞ্চলের মানুষের কথা ভেবে তাদের পুনর্বাসনের লড়াই চালিয়ে যেতে সুপ্রিম কোর্টে আর্জি জানান। তিনি জানান যে, দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় ধসপ্রবন গ্রামগুলিকে তাদের সঠিক পুনর্বাসন দিতে। যদিও ইসিএল বিভিন্ন জায়গায় ধস কবলিত গ্রামগুলোর পুনর্বাসনের জন্য বাড়ি তৈরির কাজও শুরু করেছেন। কিন্তু হরিশপুর গ্রামে ধসের পর ইসিএলের গড়িমসি সকলকে ভাবিয়েছে। নিরীহ অসহায় গ্রামবাসীরা এখন পাখির চোখের মত তাকিয়ে আছে তাদের নিরাপদ আশ্রয়ের দিকে।