জন্মদিনে পঞ্চায়েত সদস্যের রক্তদান শিবির আয়োজনের প্রশংসা করলেন বিধায়ক
আমার কথা, অন্ডাল, ২৭ জানুয়ারী:
রক্তদানে অন্যদের উৎসাহিত করতে নিজের জন্মদিনেই রক্তদান শিবিরের আয়োজন করলেন উখরা পঞ্চায়েতের ১৭ নম্বর সংসদের সদস্য কাজল পান্ডে (কাজু)। সোমবার শিবিরটি হয় স্থানীয় সন্ন্যাসী কালিতলা চত্বরে। শিবিরে পুরুষ মহিলা মিলে মোট ৮০ জন রক্তদান করেন। সংগৃহীত রক্ত দান করা হয় আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাংক এ। শিবিরটির উদ্বোধন করেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন সমাজসেবী কস্তুরী সাহু, উখরা কে,বি ইনস্টিটিউশন স্কুলের প্রাক্তন শিক্ষক সমর বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা। কাজল বাবু বলেন ব্যক্তিগতভাবে আমি জন্মদিন পালনে বিশ্বাসী নয়, পাড়ার ক্লাবের ছেলেরা আবদার করেছিল। তাদেরকে বলেছিলাম জন্মদিনের পরিবর্তে রক্তদান শিবিরের আয়োজন করতে। তারাই সবকিছু আয়োজন করেছে, আমি শুধু তাদের সহযোগিতা করেছি মাত্র। বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বলেন কাজল বাবু জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করে ভালো কাজ করেছেন। তার এই কাজে অন্যদেরও উৎসাহিত হাওয়া উচিত বলে জানান তাপস বাবু।
উল্লেখ্য গত ২০ জানুয়ারি সোমবার উখরা গ্রাম পঞ্চায়েত অফিসের ভিতর এক ঠিকাদারের জন্মদিন পালন ঘিরে নিন্দায় সরব হয়েছিল বিরোধীদের পাশাপাশি শাসকদলের একাংশও। এদিন পঞ্চায়েত সদস্যের রক্তদান শিবিরের মাধ্যমে জন্মদিন পালনের উদ্যোগের প্রশংসা শোনা গেল তাদেরই মুখে।