অন্ডালে মৃত শিশুর পরিবারের সাথে দেখা করলেন বিধায়ক
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১১ জুলাইঃ
কাজোরার মাধবপুরে মৃত শিশুর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে দেখা করলেন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। পরিবারটির পাশে থাকার আশ্বাস দিলেন তিনি।
উল্লেখ্য, চলতি মাসের ৬ তারিখ দুপুর তিনটে নাগাদ বন্ধুদের সাথে খেলা করতে গিয়ে আর বাড়ি ফেরেনি মাধবপুরের বাসিন্দা সৌরভ বাউরী (৭)। বিস্তর খোঁজাখুঁজির চার দিন পর বৃহস্পতিবার শিশুটির পরিবারের পক্ষ থেকে অন্ডাল থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পুলিশের বিরুদ্ধে গাফিরলতির অভিযোগে গত শুক্রবার অন্ডাল থানায় বিক্ষোভ দেখায় নিখোঁজ শিশুর পরিবার আত্মীয়-স্বজন ও স্থানীয়রা। রবিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে জঙ্গলের মধ্যে ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয় শিশুটির। নিশংসভাবে সৌরভকে খুন করা হয়েছে বলে অনুমান পরিবারের। সোমবার বেলা তিনটে সাড়ে তিনটে নাগাদ মাধবপুরে মৃতের বাড়ি আসেন রানীগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। শিশুটির মা বাবা ও পরিবারের লোকজনের সাথে কথা বলেন তিনি। তাপস বাবু জানান পুলিশ সবদিক খতিয়ে তদন্ত করছে। আশা করি দ্রুত দোষীরা ধরা পড়বে। পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি। মৃত শিশুর বাবা সুরোজ বাউরী জানান আমরা চাই দোষীরা ধরা পড়ুক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। বিধায়ক পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে জানান সুরোজ বাবু।