বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের হুইল চেয়ার দিলেন বিধায়ক

আমার কথা, পান্ডবেশ্বর, ২১ মার্চ:
বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে ও পাণ্ডবেশ্বর এবং দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সহযোগে বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রী ও দুঃস্থদের দেওয়া হল হুইল চেয়ার।
শুক্রবার পাণ্ডবেশ্বর ব্লকের কুমারডিহি হাট সংলগ্ন “চাঁদের হাট” কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রী ও দুঃস্থ প্রতিবন্ধীদের হুইলচেয়ার প্রধান অনুষ্ঠান। এদিন দুই ব্লকের প্রায় ১৫০ জন বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রী ও দুঃস্থ প্রতিবন্ধীদের হুইলচেয়ার তুলে দিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, পাণ্ডবেশ্বরের বিডিও বৃষ্টি হাজরা, দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিডিও অর্ঘ্য মুখার্জি সহ অন্যরা।