অন্ডালে দুই সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় মা ফিরে পেলেন সন্তানকে
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২৯মেঃ
রবিবার আট বছর বয়সী জয় বাউরী হঠাৎ খেলতে খেলতে কাজোড়ার মধুসূদনপুর থেকে অন্ডালে চলে আসে মেলা দেখতে । অন্ডাল মোড়ে বাচ্চাটি ঘোরাঘুরি করছিল। অভিভাবকহীন বাচ্চাটিকে দেখে তার কাছে এগিয়ে আসেন অন্ডাল থানার কর্মরত সিভিক ভলেন্টিয়ার কিশোর দাস এবং অমন বাউরী। তাঁরা বাচ্চাটিকে নিয়ে এসে ট্রাফিক অফিসে বসিয়ে রাখে। শুরু হয় বাচ্চাটির অভিভাবকদের খোঁজখবর। খোঁজাখুঁজি করে পাওয়া যায় শিশুটির মা বাবার পরিচয়। খবর পেয়ে দৌড়ে আসেন শিশুটির মা সুনিতা বাউরী। অন্ডালে ট্রাফিক ফাঁড়িতে এসিপি তাহিদ আনোয়ার শিশুটিকে তার মায়ের হাতে তুলে দেন। হারিয়ে যাওয়া সন্তানকে ফেরত পেয়ে সুনিতা বাউরী জানান আজ সকাল সাতটার পর ছেলেটিকে খুঁজে পাচ্ছিলাম না। থানা থেকে ফোন যাওয়ার পর মনে শান্তি আসে। থানায় এসে দেখি আমার সন্তান থানায় বসে আছে। পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের জন্যই আজ ছেলেকে ফেরত পেলাম। সারাজীবন তাদের কাছে কৃতজ্ঞ থাকব জানান তিনি।